রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানের মাদক সহ সস্ত্রীক খালেদ মোহাম্মদ তূর্য (২৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ জুন) দিবাগত রাত ‌পৌনে ১টার দিকে খালেদ মোহাম্মদ তূর্যকে ধরতে শহরের ঝিলটুলি এলাকায় তার একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। সেখানে না পেয়ে পরবর্তীতে তার নিজ বাড়িতে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালানে ওই বাড়ীর বাথরুম এর ওপর থেকে খালেদকে আটক করেন তারা। পরে তাকে সাথে নিয়ে তার বাড়ি তল্লাশি করে ৬০ পিস ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন প্রকার সরঞ্জাম পাওয়া যায়। এবং জানা যায়, তার স্বামী-স্ত্রী দু'জনেই মাদক ব্যাবসার সাথে জড়িত।

পুলিশ জানায়, খালেদ মাহমুদ ‌তূর্য নামের বেশ কিছুদিন যাবত ফরিদপুর শহরে ছিনতাই এবং সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। তিনি ফরিদপুর ঝিলতুলি এলাকায় ছোট একটি রুম ভাড়া নিয়ে মাদকের কারবার চালাতেন।

খালেদ মোহাম্মদ তূর্য (২৭) এবং তার স্ত্রী আইরিন বেগম (২৬)কে গ্রেফতারের পর রাতেই তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃত খালেদ মোহাম্মদ তূর্য (২৭) ফরিদপুর শহরের ‌চরকমলাপুর এলাকার তুষার শিকদারের ছেলে এবং তার স্ত্রী আইরিন আক্তার (২৬) একই এলাকার হালিম শেখ এর মেয়ে বলে জানা গেছে।

(আরআর/এসপি/জুন ১৭, ২০২৫)