শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে আবু রায়হান (১৭) নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাত ১০ টার দিকে উপজেলার ভাইটকান্দি মোড়ে একটি বাসার পেছনের সেপটিক ট্যাংক থেকে ছাত্রের লাশটি উদ্ধার করা হয়। 

গত শনিবার রাত থেকেই আবু রায়হান নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর আবু রায়হানকে না পেয়ে তার ভাই মামুন ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার হরিনাদি গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র আবু রায়হানের সাথে পাশের বাড়ির শেখ ফরিদের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে গত ১৫ জানুয়ারি মেয়ের বাবা শেখ ফরিদ, হাতেম আলীর ছেলে মুঞ্জু এবং মেয়ের ভাই সাগর রায়হানকে আটক করে মারধর করে। সেসময়ে ওই মারধরের ঘটনায় রায়হানের মা জোছনা খাতুন ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।

এদিকে, রায়হান নিখোঁজ হওয়ার পর থেকেই মেয়ের পরিবার ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছেন। ফুলপুর থানা পুলিশের এসআই (তদন্ত কর্মকর্তা) আনোয়ার হোসেন মেয়ের বাবা ও ভাইয়ের ঘরে তালা ঝুলিয়ে পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা ও প্রেমঘটিত বিরোধের জেরেই রায়হানকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাদি জানান, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

(এসআই/এসপি/জুন ১৭, ২০২৫)