বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫২ জনের নামে দু’টি মামলা
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন বিএনপির সম্মেলনে দলটির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে ২৫ জন নেতাকর্মী আহত ও সম্মেলনে পন্ড হওয়ার ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দায়ের করা দুই মামলায় বিএনপির দুই গ্রুপের ৫৬ জনকে আসামি করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম মামলাটির বাদি পুটিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ২৮ জনকে আসামি করেছেন। এ মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আয়বায়ক আলী আজিম বাবুল। দ্বিতীয় মামলার বাদি হয়েছেন বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম। ২৮ জনের নামে দায়েরকৃত এ মামলার প্রধান আসামি প্রথম মামলার বাদি বিএনপি নেতা খলিলুর রহমান শিকদার।
বিগত ১৭ বছর পর গত রবিবার বিকালে পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন নেতাকর্মী আহত হয়। পন্ড হয়ে যায় পুটিখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন।
(এস/এসপি/জুন ১৭, ২০২৫)