তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঈদের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল নেমে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৬ জুন) বিকেলে গোপালগঞ্জের সীমান্তবর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতী এলাকার মধুমতি নদী থেকে ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। স্কুল শিক্ষার্থীর নাম সাফিয়া (১২)। তার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী গ্রামে। বাবার নাম লালন শেখ। সাফিয়া ষষ্ঠ শ্রেণীতে পড়ত।

পুরাতন মানিকদাহ গ্রামের শফি শেখ জানান, ঈদ উপলক্ষে পুরাতন মানিকদাহ গ্রামের আব্দুর রহমানের বোন খুশি বেগম তার মেয়ে সাফিয়া ও ছেলে সাকিবকে নিয়ে বেড়াতে আসেন। রোববার (১৫ জুন) দুপুরে পরে খুশি বেগম তার দুই সন্তানকে নিয়ে বাড়ির পাশে পুরাতন মানিকদাহ গ্রামের মধুমতি নদীতে গোসল করতে নামেন। সাতার না জানায় অসাবধানতা বসত শিশু পুত্র সাকিব ও মেয়ে সাফিয়া পানিতে তলিয়ে যায়। এ সময় মা খুশি বেগম ছেলে সাকিবকে উদ্ধার করতে সক্ষম হন। মেয়ে সাফিয়া পানি তলিয়ে নিখোঁজ হয়। মায়ের আত্মচিৎকার শুনে নদীর তীরে অবস্থানরত একদল লোক নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও সাফিয়াকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিকেলে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ পরিচালনা করে। কিন্তু সাফিয়ার সন্ধান না পেয়ে সন্ধ্যার দিকে উদ্ধার কাজের সমাপ্ত ঘোষণা করে। এরপর (১৬ জুন) সোমবার বিকেলে ঘটনাস্থল থেকে প্রায় ৮/১০ কিলোমিটার দূরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী এলাকার মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সাফিয়ার মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন স্বজনরা।

(টিবি/এসপি/জুন ১৭, ২০২৫)