রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে আবু হাসনাত মোস্তফা জামান নামে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জামালপুর মেডিকেল কলেজের অর্থো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত।

বুধবার (১৮ জুন) সকালে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পরিচালক জানান, জেলায় এবার তিনিই করোনায় আক্রান্ত প্রথম রোগী। তাঁকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।

(আরআর/এএস/জুন ১৮, ২০২৫)