প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরে নগরকান্দায় কৃষি প্রণোদনা কর্মসূচী আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রথম ধাপে ১১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

এতে বিতারণকালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবিরউদ্দিন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলক কুমার ঘোষ,উপ সহকারী উজ্জ্বল বালা সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি নামে ৫ কেজি বীজ,১০ কেজি ডি,এ,পি ও ১০ কেজি এমওপি সার অর্থাৎ ৫ কেজি বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়।

(পিবি/এসপি/জুন ১৮, ২০২৫)