দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ‌(বিএমএ) ফরিদপুর জেলা শাখার ‌নবনির্বাচিত কর্মকর্তাদের সাথে ‌ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ‌মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ‌দুপুরের দিকে ‌ফরিদপুর ‌প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বি. এম. এ ফরিদপুর শাখার অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান শামীম, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আলী আকবর হালদার, সহ-সভাপতি ডাঃ আসিফুল আলম, যুগ্ম সম্পাদক ডাঃ মিজানুর রহমান মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ এ.এফ.এম কামাল সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এ সময় তারা ‌ সাংবাদিকদের বিএমএর বিগত দিনের কর্মসূচি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ‌ সাংবাদিকদের নিকট ‌ তুলে ধরেন এবং তার কপি সাংবাদিকদের নিকট হস্তান্তর করেন বক্তারা বলেন, ফরিদপুর বিএমএ ইতিমধ্যে বর্তমান ফরিদপুরের নিজস্ব বি.এম.এ ভবনে ফ্রি ফ্রাইডে ক্লিনিক চালুর উদ্যোগ নিয়েছে।যা ভবিষ্যতে চলমান থাকবে এবং এর মাধ্যমে ফরিদপুরের গরীব ও অসহায় রোগীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা ও ফ্রি ঔষধ পাবেন।

এছাড়াও সরকার ঘোষিত বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক কর্মকান্ডে প্রশাসনের সাথে ফরিদপুর বি.এম.এ একসাথে কাজ করবে। ফরিদপুরে কর্মরত চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাশে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।

এছাড়া ফরিদপুর কে চিকিৎসা ক্ষেত্রে সমৃদ্ধশালী‌ জেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং এ ব্যাপারে।‌ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দের ‌ সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় ‌ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/জুন ১৮, ২০২৫)