রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার বহুল আলোচিত সম্পাদক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান  ও অন লাইন পোর্টাল সমাজের আলো ডট.কম এর সম্পাদক ইয়ারব হোসেনকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাইপাস সড়কে যুবলীগের মিছিল থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত সদর উপজেলার আলীপুরের আলাউল ইসলামের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় (জিআর-৭৭/২৫) গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা তদন্তে প্রাপ্ত আসামী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, জেলা আওয়ামী লীগের নেত্রী লায়লা পারভিন সেঁজুতি চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাইপাস সড়কে যুবলীগের মিছিল থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত সদর উপজেলার আলীপুরের আলাউল ইসলামের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামী। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তারা বর্তমানে জেল হাজতে থাকায় মামলার তদন্তকারি কর্মকর্তার আবেদনের ভিত্তিতে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম প্রণব কুমার হুঁই তাদেরকে জিআর-৭৭/২৫ নং মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

(আরকে/এএস/জুন ১৮, ২০২৫)