‘আজকের দিনটি হতাশার’

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে হতাশার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সংগঠক নাহিদ ইসলাম।
বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, আজকের দিনটি হতাশার।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে আইন ও প্রতিষ্ঠান সংস্কারে যে সব দল দাবি তুলেছিল, তারা এখন বিরোধিতা করছে। কী কারণে বিরোধিতা করছে, জানা যায়নি। যারা বিরোধিতা করেছে তারা যেন বিকল্প প্রস্তাব দেয়।
নাহিদ আক্ষেপ প্রকাশ করে বলেন, আজকের দিনটি হতাশার। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব।
(ওএস/এএস/জুন ১৯, ২০২৫)