দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‌দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই। ফরিদপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‌ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃহস্পতিবার হতে আগামী শনিবার পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বেলা বারোটার দিকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার ‌প্রশাসক ‌চৌধুরী রওশন ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‌ উপ-পরিচালক ‌মোঃ শাহাদুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ‌ও এনজিও সংস্থার ‌ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়।

মূলত দেশীয় প্রজাতির ফল সম্পর্কে ‌সাধারণ মানুষকে জানানোর জন্য ‌‌এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষ যাতে দেশীয় প্রজাতির ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারে ‌এবং ‌‌ফলজ গাছ রোপনে ‌ উৎসাহিত হবে। তাছাড়া ‌স্কুল কলেজে শিক্ষার্থী ‌যাতে এই মেলাতে আসতে পারে ‌তারা ফল সম্পর্কে জানতে পারে ‌‌এবং ফল চাষে উদ্বুদ্ধ হয় ‌সে উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এই মেলা সকাল দশটা থেকে ‌ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ‌সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়।

(ডিসি/এএস/জুন ১৯, ২০২৫)