খাজাকে সভাপতি করে 'জিয়া মঞ্চ' ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : জিয়া মঞ্চ ফরিদপুর সদর উপজেলার আংশিক কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টায় হোটেল বেলপিয়াতো রেস্তোরাঁয় ফরিদপুর জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম মোর্শেদ পলাশ এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী উক্ত আংশিক কমিটি ঘোষণা করেন।
এই কমিটিতে সভাপতি পদে রয়েছেন মো. খায়রুজ্জামান খাজা, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী, মো. শাওন আহমেদ বাবু সাধারণ সম্পাদক, মো. চুমু বেপারি সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টুকে সদস্য নির্বাচিত করা হয়েছে। নব গঠিত ওই আংশিক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
(আরআর/এএস/জুন ১৯, ২০২৫)