জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শ্রমজীবী শিশু, অভিভাবক, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'স্বপ্নের ডানায় ভয় করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি, শিশুরা স্কুলে যাবে, কাজে নয়'।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি।
মতবিনিময় সভায় আরও মধ্যে বক্তব্য দেন জামালপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিনারা পারভীন, জেলা হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দোকান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জারনিস, সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মকবুল হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক মোরশেদ ইকবাল প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, “শিশুশ্রম প্রতিরোধে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজকে সচেতন করাও জরুরি। সন্তানদের ভবিষ্যৎ গড়তে হলে তাদেরকে স্কুলে পাঠাতে হবে, কাজে নয়।”
(আরআর/এএস/জুন ১৯, ২০২৫)