তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযান করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে একটি সংক্ষিপ্ত র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের আশ-পাশের সড়ক ঘুরে র‌্যালীটি শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার ড. মো: রুহুল আমিন সরকার, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আজহারুল ইসলাম, কাজী ফার্মের ব্যবস্থাপক বিপুল চন্দ্র দাস প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ এম শাহাদাত হোসেন।

পরে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ও জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

(টিবি/এসপি/জুন ১৯, ২০২৫)