রূপক মুখার্জি , নড়াইল : মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে রাজ গাজী (২৮) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। 

গ্রেফতারকৃত রাজ গাজী (২৮) নড়াইল সদর থানাধীন মহিষখোলা গ্রামের মোঃ মহব্বত গাজীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন) রাতে গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর আলম, ও এএসআই নাহিদ নিয়াজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৪ নং আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ের সুমন হাসানের ওয়ার্কসপের সামনে পাঁকা রাস্তার ওপর হতে রাজুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(আরএম/এএস/জুন ২০, ২০২৫)