নগরকান্দায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় দীর্ঘ ১০ বছর পর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু। সঞ্চালনায় ছিলেন দেলোয়ার হোসেন দিলা।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মোদাররেস আলী ঈসা, অ্যাড. গোলজার হোসেন মৃধা ও অ্যাড. জসিম উদ্দিন মৃধা সহ অন্যান্য প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, নীতিগতভাবে যারা দলের জন্য ত্যাগ ও পরিশ্রম করেছেন, ভবিষ্যতে দল তাদের যথাযথ মূল্যায়ন করবে।
এ সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুর রহমান বাবুল তালুকদার, রফিকুজ্জামান অনু, সাইফুর রহমান মুকুল ও আলিমুজ্জামান সেলু।
(পিবি/এসপি/জুন ২০, ২০২৫)