মাদারীপুরের ডাসারে গ্যারেজে আগুন লেগে অর্ধকোটি টাকার ক্ষতি

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে একটি গ্যারেজে আগুন লেগে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। আজ শুক্রবার ভোরে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াসার গ্রামে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস, স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াসার গ্রামের মো. সিরাজ সরদারের ছেলে মো. আল আমিন সরদার তার নিজ বাড়িতে একটি গ্যারেজ বানান। সেখানে ব্যাটারী চালিত ইজিবাইক ও ভ্যান চার্জ দেয়া হয়। হঠাৎ শুক্রবার ভোরে আগুন লেগে পুরো গ্যারেজে ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খরব দেন। ফায়ার সার্ভিসকর্মীরা ও স্থানীয় লোকজন মিলে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই গ্যারেজে থাকা ২৫টি ভ্যান ও ইজিবাইক এবং একটি মোটরসাইকেলসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত আল-আমিন সরদার জানান।
ক্ষতিগ্রস্ত আল আমিন সরদার বলেন, আগুনে আমাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো। আমার সব শেষ হয়ে গেলো।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বলেন, আগুন লাগার খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে উপস্থিত হওয়ায় ওই বাড়ির অনেক বসতঘর আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগীতা করা হবে।
(এএসএ/এসপি/জুন ২০, ২০২৫)