সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ২৬৯ ভোট পেয়ে সভাপতি পদে মো. বাশারাত হাওলাদার ও ১৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে হাফিজুল খান নির্বাচিত হয়েছেন। 

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে মোশারেফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ১৬৫ ভোট পেয়ে শামীম হোসেন ঈমান, ১২৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে হেমায়েত হোসেন হিমু নির্বাচিত হয়েছেন।

গোটাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত গতকাল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৫টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। রাতে ভোট গণনা শেষে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় সিম্মেলন প্রস্তুত কমিটির প্রধান ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

(এস/এসপি/জুন ২০, ২০২৫)