'জিয়া মঞ্চ' ফরিদপুর জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর 'জিয়া মঞ্চ' জেলা কমিটি সহ ঘোষণার মাত্র ২৪ ঘন্টার মধ্যে সংগঠনটির সদর উপজেলা কমিটিটি স্থগিত করেছে 'জিয়া মঞ্চ' কেন্দ্রীয় কমিটি। সেই সাথে স্থগিত হওয়া ফরিদপুর জেলা 'জিয়া মঞ্চ' কমিটির সকল নেতৃবৃন্দকে আগামী ২৩ জুন ২০২৫ ইং তারিখ, বেলা ৩টার মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির চলতি তপ্তরের দায়িত্ব পালন করা কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, প্রকৌশলী মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। কিন্তু কি কারণে ফরিদপুরের সংগঠনটির জেলা সহ কমিটি দু'টি কমিটি স্থগিত করা হয়েছে, সেই বিষয়ে ওই সংবাদ বিজ্ঞপ্তির চিঠিতে কিছুই উল্লেখ করেনি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। ধারণা করা হচ্ছে বিতর্কিতদের দিয়ে কমিটি দেওয়ায় কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে ফরিদপুরের একটি রেস্তোরাঁয় জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম মোর্শেদ পলাশ এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী সংগঠনটির সদর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করেন। এই কমিটিতে সভাপতি পদে মো. খায়রুজ্জামান খাজা, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী, মো. শাওন আহমেদ বাবু সাধারণ সম্পাদক, মো. চুমু ব্যাপারি সিনিয়র যুগ্ম সম্পাদক এবং মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু সদস্য হিসেবে যায়গা করে নিয়েছিলেন। তবে ওই আংশিক কমিটি ঘোষিত হওয়ার পরের দিনই সেটি স্থগিত করার পাশাপাশি ওই কমিটিটি ঘোষণা করা 'জিয়া মঞ্চ'এর ফরিদপুর জেলা কমিটিকেও স্থগিত করলো সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
(আরআর/এএস/জুন ২১, ২০২৫)