নড়াইলে এনপিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে এনপিপির লোহাগড়া উপজেলা কার্যালয়ে শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী শওকত আলী, নড়াইল জেলা কমিটির সভাপতি শরীফ মুনির হোসেন,সহ সভপতি বদরুল আলম খান,লোহাগড়া শাখার সাধারন সম্পাদক মোল্যা বদিয়ার রহমান প্রমুখ।
সভায় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা শাখার দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নড়াইল জেলা শ্রমিক দলের সদস্য নুরুল ইসলাম দলীয় লোকজন নিয়ে এনপিপি দলে যোগদান করেন।
(আরএম/এএস/জুন ২১, ২০২৫)