গোপালগঞ্জ প্রতিনিধি : না চেয়ে পদ পাওয়া সেই ছাত্রদল নেতা রোজোয়ান রহমান রাজু তালকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে গণমাধ্যমে প্রেরিত গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দু্র রহিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টুঙ্গিপাড়া উপজেলা শাখার আওতাধীন ডুমরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রোজোয়ান রহমান রাজু তালকদারকে যুগ্ম আহবায়কের পদ থেকে অব্যহতি দেওয়া হল। প্রেস বিজ্ঞপ্তিতে দলের নেতা কর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজু তালুকদার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনিস তালুকদারের ছেলে। তিনি বাঁশবাড়িয়া ডা. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন,“আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। উক্ত কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না।

এ ব্যাপারে রাজ তালুকদার বলেন, আমি কোন সিভি জমা দেইনি। আমরা নাম বলে কেউ সিভি জমা দিয়ে থাকতে পারে। আগে আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম না, আর ভবিষ্যতে রাজনীতির সাথে থাকব না। এটিই আমরা বক্তব্য।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ ছাত্রদলের কমিটিতে পদ পেতে আমার কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিল। তাকে ডুমরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক করা হয়। পদ পাওয়ার পর ফেসবুকে দেওয়া স্ট্যাটার্স দলীয় শৃংখলার পরিপন্থী । বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তাই হাই কমান্ডের সাথে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে ওই পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

(টিবি/এএস/জুন ২১, ২০২৫)