বাগেরহাটে দুই শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা
.png)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিনামূল্যে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলায় চরবানিয়ারী ইউনিয়ন পরিষদে উন্নয়ন সংস্থা কোডেক সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপি এই ক্যাম্পে একজন অর্থোপেডিক্স ও একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। বাড়ির পাশে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
কোডেক সম্মৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী আসগর হায়দার জানান, বাগেরহাটে কোডেক প্রতি তিন মাস পরপর এ ধরণের ক্যাম্পের আয়োজন করে । ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
(এসএসএ/এএস/জুন ২১, ২০২৫)