ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের বিরুদ্ধে।
মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের পাশে ৯৫ নং মহারাজপুর মৌজার, ৯৬ নং ছোট বনগ্রামের এস এ -০২ খতিয়ানের ১৪৩৩, ১৫২ নং দাগের ২৫২ বর্গফুট জমি বানিজ্যিক ভাবে ইজারা নিয়ে, ছোট বনগ্রামের ফারুক মোল্লার ছেলে এস এম নাসির মাহমুদ টিনের ঘর তুলে ব্যবসা করে আসছেন। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের পিতা, একই গ্রামের মোতালেব সরদার নাসিরের ঘর ভেঙে দিয়ে, সরকারি জায়গা দখল করে ঘর তুলেছেন। সেই সাথে সরকারি জায়গার অনেক বছরের পুরনো লক্ষাধিক টাকা মূল্যের দুটি গাছ কেটে ফেলেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে মোতালেব সরদার জানান, আমার ছেলে ছাত্রদল নেতা, আমার গাছ আমি কেটেছি। গাছ কাটার সময় আমার ছেলে ছিল।
এবিষয়ে ছাত্রদল নেতা জাহিদুল সরদারের সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে চান না বলে ঘটনাস্থল ত্যাগ করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান জানান, কারো ব্যক্তিগত দায় দল নেবে না। ঘটনার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি সত্য হলে তদতন্ত পূর্বক দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
মহারাজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি জানার পর ঘটনাস্থলে সার্ভেয়ার নিয়ে মাপ দিয়েছি, এতে ঘর এবং গাছ দুটি সরকারি জায়গার মধ্যেই আছে। গাছ জব্দ করা হয়েছে, এ ব্যাপারে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার জানান, বিষয়টি আমি জেনেছি, সার্ভেয়ার প্রতিবেদন দিলে ব্যাবস্থা নিবো।
(টিবি/এএস/জুন ২১, ২০২৫)