নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ঐতিহ্যবাহী কুমার নদের দুই পাড়ে গড়ে উঠা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আরও রয়েছে একটি লঞ্চঘাট।আর সেই আলোকেই কুমার নদে দীর্ঘদিনের জমে থাকা কচুরিপানা ময়লা আবর্জনায় এ যেন মৃতপ্রায় এই নদীটি। তবে আবার প্রাণ সঞ্চয় হয়ে ওঠে নদীটির। উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেই দেখালেন এক চমক।

শনিবার (২১ জুন) সকালে উপজেলা কুমার নদের এপ্রোচ ব্রিজ থেকে পোরাই দিয়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার পরিষ্কার করা হয়। পরিষ্কারে প্রশাসন ও এলাকার জনসাধারণ দেখালেন নতুন চমক। এতে নতুন পরিষ্কার পানিতে নামতে পেরে এলাকার কিশোর কিশোরীদের উচ্ছ্বাস ও আনন্দের ফেটে পড়ে ।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবিরউদ্দিন বলেন, এ নদীটি পুরাতন ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে এই এলাকার জনগণের কাছে। নদীমাতৃক বাংলাদেশ আমি মায়ের মত মনে করি। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পরে স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে এসেছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

(পিবি/এএস/জুন ২২, ২০২৫)