সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায় ও বিশেষ  দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার কলেজ ভবনের  হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।

সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি সোলায়মান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইকবাল হায়দার সবুজ, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগম, শরীফ মমতাজ উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দিন আহমেদ, কলেজ পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক শামসুল আরেফিন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, কলেজের নির্বাহী পরিচালক আনিসুর রহমান খান, প্রতিষ্ঠানের কলেজ শাখার উপাধ্যক্ষ সেলিম জাহান, স্কুল শাখার উপাধ্যক্ষ মারুফ সরকার, বাংলা বিষয়ের প্রভাষক শামীমা সুলতানা, ইংরেজি বিষয়ের প্রভাষক সোহেল পারভেজ, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক ফারজানা রোমা, রসায়ন বিষয়ের প্রভাষক আফরোজা আক্তার প্রমুখ। পরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

(এসকেডি/এএস/জুন ২২, ২০২৫)