দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, ফরিদপুরের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আজম, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

এছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, “দেশব্যাপী করোনা সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। তবে ফরিদপুরে করোনা পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার সকল হাসপাতালে এ সংক্রান্ত ব্যবস্থা রাখা হয়েছে।”

ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বক্তারা জানান, “যদিও সারাদেশে ডেঙ্গুর প্রকোপ রয়েছে, তবে ফরিদপুরে এখনো বড় ধরনের প্রভাব পড়েনি। তবে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

কৃষি খাত নিয়ে আলোচনায় বলা হয়, “এলাকায় সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। কৃষকদের মাঝে সার সহজলভ্য করার জন্য সংশ্লিষ্ট দপ্তর তৎপর রয়েছে।”

এছাড়া, ফরিদপুরের বেইলী ব্রিজ এলাকা হকারমুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে ব্রিজটির সংস্কার কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ধান-চাল মজুদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানানো হয়। সরকারি দপ্তরগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের গুরুত্বও সভায় তুলে ধরা হয়।

শেষে বক্তারা বলেন, “জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। জনগণের জান-মাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।”

(ডিসি/এএস/জুন ২২, ২০২৫)