ফরিদপুরে নৌ-পথে অভিযান যৌথ অভিযানে ৬ ড্রেজার জব্দ, আটক ৩

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে আড়িয়াল খাঁ নদে যৌথ অভিযানে ৬টি ড্রেজার জব্দ সহ এর সাথে জড়িত ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (২১ জুন) দিবাগড প্রায় মধ্য রাত হতে রবিবার (২২ জুন) ভোর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
ফরিদপুর জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীতে ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে পরিপালিত ওই যৌথ অভিযানটি স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চালানো হয়। স্থানীয়রা প্রশাসনকে অবগত করেন, আরিয়াল খাঁ নদীতে বহুদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন (ড্রেজিং) হচ্ছে। এরপর শনিবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে আজ রবিবার (২২ জুন) সকাল ৬টা পর্যন্ত সেনাবাহিনী, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে নৌপথে এ যৌথ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় এবং ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে এবং আটকৃত ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ওই এলাকাযটিকে অভিযান পরিচালনার ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সেনা সূত্র জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের তথ্য প্রাপ্তির সাথে সাথেই সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে প্রস্তুত আছেন তারা। নদী রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। এছাড়া দেশের স্বার্থে এসব বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
(আরআর/এএস/জুন ২২, ২০২৫)