সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলায় পুলিশের এক এএসআই যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার (২১ জুন) বিকালে উপজেলার শ্রীফলতলা গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূর নাম স্নিগ্ধা কুন্ডু (৩৬) ওই গ্রামের পুলিশে কর্মরত এএসআই প্রণব কুন্ডুর স্ত্রী। 

নির্যাতনের শিকার গৃহবধূ স্নিগ্ধা কুন্ডু জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এএসআই প্রণব যৌতুকের দাবীতে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। শনিবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলায় শ্রীফলতলা গ্রামে শশুর বাড়ীতে অবস্থান করছিলেন। এসময়ে তার স্বামীর নির্দেশে তার শ্বশুর শাশুড়ি মিলে তাকে মারধর করেন তার ঘর থেকে মালপত্র ফেলে দেয়। এরপর জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। আহত পুলিশ কর্মকর্তার স্ত্রী স্নিগ্ধা কুন্ডু এখন রামপাল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্নিগ্ধা কুন্ডু মারপিটের বিষয়টি নিশ্চিত করে আরো বলেন বলেন, তার স্বামী একজন যৌতুক লোভী। স্নিগ্ধা কুন্ডু রামপার স্বাস্থ্য কেন্দ্রে পরিবার পরিকল্পনা দপ্তরে চাকুরী করেন। তার বেতনের টাকা স্বামীকে না দিলে সে তাকে শারিরিকভাবে নির্যাতন করেন।

স্ত্রীর অভিযোগের বিষয়ে এএসআই প্রণব কুন্ডুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে রামপাল থানা পুলিশ বলছে, এবিষয়ে পুলিশ কর্মকর্তার স্ত্রী স্নিগ্ধা কুন্ডু থানায় কোন অভিযোগ করেনি।

(এসএসএ/এএস/জুন ২২, ২০২৫)