সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন ২০২৫) সকালে কলেজ অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি মো. জিয়াউর রহমান জিসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও এম আর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান (সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল মতিন, হিতৈষী সদস্য মো.কবির হোসেন ভূঁইয়া বাবুল,অভিভাবক সদস্য মো. হুমায়ূন কবির মাস্টার, মো.মাহবুব, মো.ছানোয়ার হোসেন,শিক্ষক প্রতিনিধি মো.আব্দুল গনি ও মো.আহসান হাবীব, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাসরিন আক্তার, শিক্ষাবোর্ড প্রতিনিধি মো.আলী আহমদ মেম্বার,ডিজি প্রতিনিধি মো.আব্দুল রশিদ এবং কো-অপ্ট মেডিকেল অফিসার অধ্যাপক ডা.মো.জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী,কলেজেরশিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষাই নয়, এই প্রতিষ্ঠান আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে হবে এবং একজন মানবিক ও সামাজিক দায়বদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(বিএস/এএস/জুন ২২, ২০২৫)