মহম্মদপুরে অলৌকিকভাবে বেঁচে গেল মাটি চাপা দেওয়া যুবক

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারানপুর গ্রামে সম্প্রতি কমিরুল মোল্যা (৩২) নামে এক রাজমিস্ত্রীকে। রাজাপুর ইউনিয়নের নাড়ীখালী গ্রামের আকুব্বারের ছেলে আব্দুল্লাহ বাঁশ কাঁটার কথা বলে বাগানে ডেকে নিয়ে যায়।পরে সেখানে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত ভেবে মাটিতে গর্ত খুঁড়ে মাটির নিচে চাপা দিয়ে রাখে।
এসময় ভাগ্যক্রমে বাগানের পাশে ঘাস কাঁটতে আসা ইব্রাহিম শেখ নামে এক শিশু গোংড়ানোর শব্দ শুনে এগিয়ে যেয়ে বিষয়টি দেখতে পেয়ে লোকজনকে খবর দিলে ইব্রাহিমের বড় চাচাসহ লোকজন এসে মাটির ভেতর থেকে ঐ যুবককে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভিকটিম কমিরুল জানিয়েছেন,তার কাছে জমি বিক্রি কিছু টাকা ছিলো ঐ টাকা নেওয়ার জন্যই সে এ ঘটনা ঘটাতে পারে।তার সাথে আমার অন্য কোনো দ্বন্দ্ব ছিলো না।
আব্দুল্লাহ এর বড় চাচা সাংবাদিকদের বলেন,আব্দুল্লাহ যে কাজ করেছে,এটা জঘন্য অপরাধ, তার এ জঘন্য কাজের জন্য আমি তার চাচা হয়েও দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।এই ঘটনার পর আব্দুল্লাহ পলাতক রয়েছে।মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার জানিয়েছেন ছেলেটি এখন শঙ্কামুক্ত।এবিষয়ে মহম্মদপুর থানায় ভুক্তভোগীর পরিবার একটি মামলা করেছেন বলে জানা গেছে।
(বিএসআর/এএস/জুন ২৩, ২০২৫)