সুন্দরবনে আগ্নেয়াস্ত্র-গুলিসহ বনদস্যু আটক
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম শরিফ বাহিনীর সদস্য মো. সোহেল হোসেন মিঠুকে (৩৭) আটক করেছে কোস্টগার্ড। আজ সোমবার সকালে মোংলা কোস্টগার্ডের সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে বিশেষ অভিযান চালিয়ে এই বনদস্যুকে আটক করে। আটক বনদস্যু মিঠুর বাড়ী খুলনার দাকোপ উপজেলায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন হারুন-আল-রশীদ এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সোমবার সকাল ৬টায় সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে বিশেষ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা গুলিসহ বনদস্যু করিম শরিফ বাহিনীর সদস্য মো. সোহেল হোসেন মিঠুকে আটক হয়। আটক বনদস্যু মিঠু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে সে বনদস্যু করিম শরিফ বাহিনীর হয়ে ডাকাতি, আগ্নেয়াস্ত্র গোলবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল।
(এস/এসপি/জুন ২৩, ২০২৫)