চাটমোহর প্রতিনিধি : বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং চাটমোহর উপজেলা স্কাউট এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল। 

আজ সোমবার সকালে চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী কাব কার্নিভাল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি মুসা নাসের চৌধুরী।

এ সময় সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, সরকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, উপজেলা স্কাউট কমিশনার কাজী রবিউল ইসলাম, সরকারি কমিশনার আব্দুল মজিদ, প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিয়া, প্রধান শিক্ষক মোহাম্মদ আখেজ উদ্দিন, মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল হাকিম, উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কাব কার্নিভালে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন কাব শিক্ষক ও ১৮০ জন কাব স্কাউটার অংশগ্রহণ করেন।

(এসএইচ/এসপি/জুন ২৩, ২০২৫)