হাসপাতাল পরিচ্ছন্নতায় ছাত্রদল

একে আজাদ, রাজবাড়ী : হাসপাতালে তীব্র জনবল সংকট। ফলে দুর্গন্ধ, অপরিস্কার সহ নানাবীধ সমস্যায় ভোগে চিকিৎসক, রোগী সহ অন্যান্যরা। তবে সেই হাসপাতালের দিকে নজর পড়েছে ছাত্রদলের। সোমবার দিনব্যাপি হাসপাতাল চত্তর ও অভ্যান্তরে পরিচ্ছন্ন কার্যত্রম পরিচালনা করেছে তারা। ঘটনাটি রাজবাড়ীর পাংশা উপজেলার।
পাংশা উপজেলা, পৌর ও পাংশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের এ হাসপাতাল পরিচ্ছন্ন করতে কাজ করতে দেখো গেছে। এ কাজে সহযোগিতা করেছেন পাংশা সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা সজীব রাজা বলেন, ‘আমরা সকলে মিলে একটা সুন্দর পরিচ্ছন্ন হাসপাতাল দেখতে চাই। ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় ভালো কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ এ কাজ করছি।’
পাংশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবাদত হোসেন বলেন, ‘হাসপাতালে জনবল সংকট রয়েছে। আমরা সাধ্যের মধ্যে চেষ্টা করি পরিছন্ন রাখতে। আজ ছাত্রদলের ভাইয়েরা এসেছেন, এটা সত্যিই ভালো লাগার মত। তারা এমন ভালো কাজ করে এগিয়ে যাক।’
(একে/এসপি/জুন ২৩, ২০২৫)