বিশেষ প্রতিনিধি : বোয়ালমারী পল্লী উন্নয়ন ও সামাজিক সচেতনতার ধারাবাহিকতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ সোমবার অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫।

অনুষ্ঠানটি আয়োজন করে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এবং সার্বিক সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

এসডিসির সিনিয়র সহকারি পরিচালক খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন।

প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রসেনজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক শওকত রেজা, সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসন ফিরোজ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও জনপ্রতিনিধিরা। তাঁরা বলেন, "এই ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশেই সাহায্য করে না, বরং সমাজে একটি ইতিবাচক বার্তাও পৌঁছে দেয়।"

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি শিশু-কিশোরদের মাঝে ইতিবাচক সাড়া জাগায় এবং এলাকাবাসীর কাছে প্রশংসা অর্জন করে।

(কেএফ/এসপি/জুন ২৩, ২০২৫)