একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় বিনামূল্যে বীজ,সার,ফলের চারা, সবজী বীজ  সহ পেঁয়াজ সংরক্ষণে কৃষকের এসি হিসেবে পরিচিত এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার পাংশা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এসব বিতরণ করা হয়।

এসময় রোপা আমনের বীজ, সার, নারিকেল চারা, তালের চারা, আমের চারা, নিম, পেঁয়াজ বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা,উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন সহ অন্যান্যরা।

কৃষি অফিস জানায়, এ প্রনোদনার আওতায় মোট ১৯৯০ জন কৃষক রয়েছে। প্রথম ধাপে ৯৫০ জনকে প্রনোদনা দেওয়া হয়েছে।

(একে/এসপি/জুন ২৩, ২০২৫)