রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : রাজধানীর আদাবরের ৬ নং রোড মিশন স্কুল এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার কন্যা আয়েশা সিদ্দিকা ময়না (৪০)কে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে তাকে আদাবর থানার একটি বিশেষ অভিযানে আয়েশাকে গ্রেফতার করার কথা জানিয়েছে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া।

তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সে বিষয়ে কিছু বলেননি ওসি জাকারিয়া। আয়েশা সিদ্দিকা ময়নাকে আটকের বিষয়ে আদাবরের ওসি জানান, 'পুলিশের বিশেষ অভিযানে আটককৃত ব্যক্তি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহ-সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তাঁকে সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে তাঁর আদাবরের নিজ বাসা থেকে আটক করা হয়েছে, যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

(আরআর/এএস/জুন ২৪, ২০২৫)