ফরিদপুর সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শ্রীবাস মজুমদার (৩০) ঘটনাস্থলে এবং তার সাথে থাকা অপর আরোহী রাশেদ মোল্লা (২৪)
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা দু'জন ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের সাচিয়া গ্রামের যথাক্রমে ক্ষিতীশ মজুমদার ও জালাল মোল্লা ছেলে বলে জানা গেছে। দীর্ঘদিন প্রবাসে কাটানো জালাল মোল্লা তাঁর একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায়। সাচিয়া মোল্লাবাড়িতে বইছে শোকের মাতম।
ঘটনা সত্যতা নিশ্চিত ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, সোমবার দিবাগত রাত পৌনে দশটার দিকে ফরিদপুর সদরের মুন্সী বাজার বাইপাস সড়কে বরকতের মার্কেটের সামনে মোটর সাইকেল-জুবাইদা ফিলিং স্টেশনের একটি তেলবাহী লরি মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী শ্রীবাস মজুমদার ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন এবং মো. রাসেদ মোল্লা (২৪) মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রাসেদকেও মৃত্যু ঘোষণা করে।'
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় নিজ গ্রামে নিহত রাশেদ মোল্লার জানাজা শেষে দাফন করা হয়েছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত নিহত শ্রীবাস মজুমদার (৩০) মজুমদারের সৎকারের কাজ চলছিলো।
দাফন ও সৎকার শেষে নিহতের পরিবারের করিমপুর হাইওয়ে থানায় এসে এ বিষয়ে মামলা করার কথা রয়েছে বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রইচ উদ্দিন।
(আরআর/এএস/জুন ২৪, ২০২৫)