সালথায় বাবার উপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বাবার উপর অভিমান করে ফরিদপুরের সালথায় ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেঁচিয়ে সামিউল শরীফ (১২) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামিল বড় খারদিয়া গ্রামের মেহেদী হাসান শরীফের ছেলে ও বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, বাবার উপর অভিমান করে ৬ষ্ট শ্রেনীর ছাত্র সামিউল আত্মহত্যা করে। নিহতের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
(এএনএইচ/এএস/জুন ২৪, ২০২৫)