মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সৈকত কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল আলম শামীম এর শ্রদ্ধেয় পিতা আশরাফু্ল করিম মডেল নুরানী মাদ্রাসার সভাপতি মরহুম মোঃ নুরুন নবী স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন (সোমবার) বাদ আছর চরবাটা ইউনিয়নের কিংস ডায়াগনষ্টিক সেন্টারে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়ার আয়োজন করে কিংস ডায়াগনষ্টিক সেন্টার।

এতে উপস্থিত ছিলেন, কিংস ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান বেলাল হোসেন সুমন, কিংস ডায়াগনষ্টিক সেন্টারের ডাক্তার সৌরভ, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, আশরাফুল করিম নুরানী মডেল মাদ্রাসার সহ-সভাপতি সাংবাদিক ইমাম উদ্দিন সুমন, খাসেরহাট রাস্তার মাথার ব্যবসায়ীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যসহ কিংস ডায়াগনষ্টিক সেন্টার এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন, বায়তুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা নবী।

বক্তারা বলেন, মরহুম নুর নবী ম্যানেজার একজন সৎ, ন্যায় পরায়ন একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, তার জীবদ্ধশায় কখনো কারো ক্ষতি করেন নি, তিনি ছিলেন এলাকার মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয়, জীবনের প্রতিটি মুহুর্ত মানুষের সেবায় কাজ করেছেন, মসজিদ মাদ্রসায় তিনি শ্রম, ঘাম দেয়া সহ অকাতরে দান ছাদাকা করে গেছেন,
মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন। এসময় মরহুম নুর নবী ম্যানেজারের বর্ণাঢ্য জীবনের কর্মকান্ড স্মৃতিচারণ করেন।

(আইইউএস/এএস/জুন ২৪, ২০২৫)