কাপ্তাইয়ে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
"প্রোগাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,
এন্টারপেনরশিপ এ্র্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার)" প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে সরকারি কর্মকর্তা, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান এবং মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।
উপ সহকারী কৃষি অফিসার বাপ্পা মল্লিক এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সমাজসেবক ডা: রহমত উল্লাহ, কাপ্তাই কাঠ ব্যবসায়ী কল্যান সমিতির সহ সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশীদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল কৃষি ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
(আরএম/এএস/জুন ২৪, ২০২৫)