সোনাতলায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা লুৎফর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। এই বীর মুক্তিযোদ্ধা গত কয়েক দিন হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা চলাকালে গত শুক্রবার ভোরে তিনি মারা যান।
বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত কছিমদ্দিন সরকারের ছেলে। তিনি বিগত বেশ কয়েক বছর আগে সোনাতলা-সারিয়াকান্দি আসনে মশাল প্রতিকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিক,সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিলাদুন-নবী,জাসদ নেতা আব্দুর রউফ অপু,আবু তাহের খান, সাবেক মেম্বার রেজাউল ইসলাম,অধ্যক্ষ সাইদুর রহমান,প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোশাররফ হোসেন মজনু সহ মৃতের আত্নীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী। তিনি জীবিত কালে অনেক এতিম শিশুদের সন্তান হিসেবে লালন পালন করেছেন এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
(বিএস/এএস/জুন ২৪, ২০২৫)