কাপ্তাইয়ে উইমেন এন্ড গার্ল ইম পাওয়ার মেন্ট থ্রু ইনক্লুসিভ ইডুকেশন ইন সিএইচটি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাইয়ে উইমেন এন্ড গার্ল ইম পাওয়ার মেন্ট থ্রু ইনক্লুসিভ ইডুকেশন ইন সিএইচটি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৪ জুন) মঙ্গলবার দুপুরে কাপ্তাই পরিষদ হল রুম (কিন্নরী) তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
দাতা সংস্থা কানাডা অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ইআরডি- সিএসটি ইউএনডিপি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ডাব্লিউ জিইআইই মংসিংউ মারমা সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা কানাডার গ্লোবাল এর শিক্ষা উপদেষ্টা এ এইচ এম মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, সহকারি তথ্য মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) কবির হোসেন,সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ইউএনডিপি রাঙ্গামাটি কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, প্রতিনিধি ঝুমা দেওয়ান, চম্পা চাকমা, WGEIE পার্বত্য জেলা পরিষদের এপা চাকমা।
(আরএম/এএস/জুন ২৪, ২০২৫)