বালিয়াকান্দিতে দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বালিয়াকান্দি সাব রেজিস্টার তনু রায়। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাব রেজিস্টার মনজুরুল হাসান, অফিস সহকারাী রাশিদা খাতুন,টিসি মোহরার বিপুল কুমার দেবনাথসহ দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।
এ সময় সাব-রেজিস্টার তনু রায় রেজিস্ট্রেশন আইন সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
(একে/এএস/জুন ২৪, ২০২৫)