রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলার মাগুরার নদীর পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ফনিভূষণ দাস (৫৫) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১১ টার দিকে মাগুরার চিত্রা নদীতে মাছ ধরতে গিয়ে সাপের গায়ে পা দিলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা নড়াইল জেলা হাসপাতালে আনলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া গ্রাম পুলিশের নাম ফনিভূষণ দাস (৪০)। তিনি উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা । তিনি মাইজপাড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাগুরা গ্রামের কুল ঘেঁষে বয়ে চলা চিত্রা নদীতে সকাল ১১ টার দিকে মাছ ধরার ফাঁদ পাততে যান ফনিভূষণ। ফাঁদ নিয়ে খালে নামার সময় নিজের অজান্তে সাপের গায়ে পাড়া দেন। তখন সাপ পেঁচিয়ে ধরে পায়ে কামড় দেয়। সাথে সাথে দৌড়ে পাশের বাড়ি গিয়ে উঠে ফনিভূষণ। পাশের বাড়ির লোকজন তাকে দ্রুত হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আক্তার মোল্যা বলেন, মাগুরার একটি খালে সকালে মাছ ধরার ফাঁদ পাততে যান ফনিভূষণ। সাপের গায়ে পাড়া লাগায় সাপ তাকে পেঁচিয়ে ধরে কামড় দিয়েছেন। সে চিৎকার করে পাশের বাড়ি গেলে তারা হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল থেকে চিকিৎসা দিলে ও কিছু সময় পর তিনি মারা যায়।তার নিজ বাড়িতে তাকে দাফন করা হচ্ছে।

নড়াইল জেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুপ্রীতি নন্দী লক্ষী বলেন,তাকে ১১ টার দিকে সাপে ধংর্ষণ করেছেন। আমাদের কাছে এসেছেন ১ টা ১০ মিনিটের দিকে। তাকে হাসপাতাল আনতে তারা দেরি করে ফেলেছেন। তার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা তাকে সব চিকিৎসা দিয়েছি। ২ টা ২০ মিনিট পর তাকে আমরা মৃত ঘোষণা করি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মাইজপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড গ্রাম পুলিশ ফনিভূষন দাস সাপের কামড়ে মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি।

(আরএম/এএস/জুন ২৪, ২০২৫)