দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন (বাইসো) ফরিদপুর জেলা শাখার আয়োজনে রক্তদাতা সংগ্রহ ও ছাত্রদের রক্তের গ্রুপ নির্ধারণের লক্ষ্যে একটি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় ফরিদপুর শহরের আলীপুর খাঁ পাড়ার মাদ্রাসাতুল মদিনাতুল উলুম আল ইসলামিয়ায় আয়োজন করা হয় ‘বাইসো ব্লাড ক্যাম্প’। এতে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ধারণ করে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন বাইসো ফরিদপুর জেলা শাখার সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আবির হাসান অন্তু, সদস্য আশিকুর রহমান আশিক, তামিম হোসাইন রনি, হায়দার মোল্যা, রবিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ প্রিন্সসহ আরও অনেকে।

সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার কাজী জেবা তাহসিন বলেন, “আমাদের সংগঠনের অন্যান্য শাখার মতো বাইসো ফরিদপুর জেলা শাখাও নিয়মিত রক্তদাতা সংগ্রহ ও নতুন ব্লাড ডোনার তৈরি করে থাকে। আজকের ক্যাম্পের মাধ্যমে আমরা একশ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ধারণ করেছি, যা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।”

বাইসোর এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে রক্তদানের গুরুত্ব বাড়িয়ে তুলছে বলে অভিমত দিয়েছেন স্থানীয়রা।

(ডিসি/এএস/জুন ২৪, ২০২৫)