পাংশায় আইনশৃঙ্খলা কমিটির সভা, পরিবেশ স্বাভাবিক রাখতে নানা সিদ্ধান্ত গ্রহণ

একে আজাদ, রাজবাড়ী : পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ, ভেজাল গুড় তৈরি রোধ, বাজারে কৃষককে ঠকিয়ে ৪৫ কেজিতে পেঁয়াজের মণ নির্ধারণ করা বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর পাংশায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি এস এম আবু দারদার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম,হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান,মৌরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক,পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
(একে/এএস/জুন ২৫, ২০২৫)