বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫শে জুন বুধবার সকালে উপজেলা সমবায় অফিসের আয়োজনে এ কর্মশালাটি পরিষদের কৃষি হলরুমে অনুষ্ঠিত হয়।

সমবায় অফিসের এই কর্মশালায় উপজেলা মৎস, প্রাণী সম্পদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ সাজরাতুল আলম তৌহিদ।কৃষি ভিত্তিক যে সমবায় সমিতি গুলো আছে,সেগুলি সচল রাখার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন প্রাণী সম্পদ এর সমিতির বিভিন্ন দিক তুলে ধরেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দাম হোসেন।

কৃষি কর্মকর্তা আধুনিক আমন ধানের জাতগুলো সম্পর্কিত নানা দিকসহ সয়াবিনের পরিবর্তে সরিষার আবাদ বৃদ্ধি করনে উদ্বুদ্ধ করেন। সে সময়ে কৃষকদের কৃষি সম্পর্কিত নানান প্রশ্নের উত্তর দেন।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, গাবতলীর সমবায় অফিসার জয়নুল আবেদীন খান প্রমুখ।

(বিএস/এএস/জুন ২৫, ২০২৫)