কাপাসিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচি খুন

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : পারিবারিক কলহের জেড়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় নার্গিস আক্তার (৪৫)নামে এক নারীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ধরপাড়া গ্রামের মো. শহীদ দর্জির মেয়ে ও আওলাদ হোসেনের স্ত্রী। নার্গিস তিন সন্তানের মা। বুধবার সকালে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে কলহের নার্গিসের বাসুরের (স্বামীর ভাইয়ের) ছেলে সিএনজি চালক নাজমুল শেখের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল । আজ সকালে আবার উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয় ঝগড়ার এক পয্যায়ে নাজমুল দা দিয়ে মাথায় আঘাত করলে নার্গিস পাটিতে লুটিয়ে পড়ে পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলার চাঁদপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ধরপাড়া গ্রামের ইউপি সদস্য আতিকুর রহমান জানান, গত রমযান মাসে নার্গিস আক্তারের স্বর্নলংকার চুরি হয়। এ ঘটনায় মাদকাসক্ত নাজমুল শেখের সাথে বিরোধ সৃষ্টি হয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিসি বৈঠক হয়েছে । ওই ঘটনার জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে নাজমুল শেখের আঘাতে নার্গিস আক্তার গুরুতর আহত হয়। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সে মারা যায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এ খুনের ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে গ্রামের বাড়ীতে নার্গিস, তার স্বামী আওলাদ হোসেন ও তার ভাইয়ের ছেলে নাজমুল শেখের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় নার্গিস আক্তার নিহত হয়েছেন। পুলিশের দল ঘটনাস্থলে রয়েছেন।
তিনি জানান, অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিযা চলছে।
(এসকেডি/এএস/জুন ২৫, ২০২৫)