দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন। সঞ্চালনায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, সাংবাদিক পান্না বালা (প্রথম আলো), এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন ও সনাক সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়।

বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ প্লাস্টিক দূষণ। প্লাস্টিক বর্জ্য মাটি ও পানি উভয়কেই দূষিত করছে, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তারা প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং বিকল্প হিসেবে পাটজাত ব্যাগ ব্যবহারকে উৎসাহিত করার আহ্বান জানান।

বক্তারা জানান, ফরিদপুর পৌরসভা ও এসডিসির যৌথ উদ্যোগে পলিথিন থেকে ডিজেল উৎপাদনের একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তবে সেটি বর্তমানে চাহিদার তুলনায় অপ্রতুল। তাই জনসচেতনতা বৃদ্ধি ও বিকল্প উপকরণ সহজলভ্য করার ওপর জোর দেন তারা।

সভায় আরও বলা হয়, উন্নত বিশ্বে শিল্প-কারখানার নির্গত বিষাক্ত গ্যাসের কারণে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে। বক্তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

আলোচনা সভার আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশ বিষয়ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(ডিসি/এএস/জুন ২৫, ২০২৫)