শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও প্রদর্শনে মৌসুমব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ মাঠ দিবস।

বুধবার (২৫ জুন) দিনাজপুর হর্টি কালচার সেন্টার চত্বরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এরআওতায় বাস্তবায়িত মৌসুমব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ ( টিওটি) কোর্সের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পিসিইউ আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, এপিসিইউ-ডিএই পার্টনার এর এপিডি ড.গৌর গোবিন্দ দাশ।

হর্টি কালচার সেন্টার দিনাজপুরের উপপরিচালক ড. মো.এজামুল হকের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে সহকারি উদ্যান উন্নয়ন কর্মকর্তা মো.ইমরুল আহসান, উপ-সহকারি উদ্যান কর্মকর্তা মনিরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মাঠ দিবসে হাতে-কলমে শিখনে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও প্রদর্শনে অর্ধশতাধিক স্টোল বসে।

(এসএ/এএস/জুন ২৫, ২০২৫)