বিরলে প্রকাশ্য দিবালোকে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৩৪ লাখ টাকা ছিনতাই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে দিবালোকে প্রকাশ্যে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ জুন) ২০ দুপুর সোয়া ২ টার দিকে দিনাজপুর-বিরল সড়কের মুরাদপুর (মহাজনবাড়ী রেস্টুরেন্ট) সংলগ্ন কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা পথরোধকরে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের গোপালপুর (বড় বাড়ি) গ্রামের মৃত খোরশেদ আলী এর ছেলে মোঃ মইনুল ইসলাম এ ছিনতাইয়ের শিকার বলে জানা গেছে। মঈনুল নিজ বাড়ি হতে ২৬ লাখ টাকা এবং এনআরসি ব্যাংক বিরল শাখা হতে ৮ লাখ টাকা উত্তোলন করে সর্বমোট ৩৪ লাখ টাকা নিয়ে দিনাজপুর অগ্রণী ব্যাংকে স্টেশন রোড শাখায় সিসি লোনের টাকা জমা দেয়ার জন্য মোটরসাইকেল যোগে বিরল হতে দিনাজপুর শহরের উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছামাত্র দুইটি মোটরসাইকেল করে কয়েকজন ব্যক্তি পথরোধকরে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৩৪ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুস সবুর টাকা,ছিনতাইয়ের ঘটনার শুনেছে বলে জানিয়েছেন। অভিযোগ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
(এসএএস/এএস/জুন ২৫, ২০২৫)